আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ফুঁসছে একাধিক নদী। বাড়ছে আতঙ্কও। উত্তরবঙ্গে টানা ৫ দিন চলবে ভারী বৃষ্টি, দুর্যোগের সতর্কতা। কোচবিহার, জলপাইগুড়ি,আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। মালদহ, আর ২ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কোচবিহারে বিপদসীমা ছুঁইছুঁই তোর্সা। দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূমে ভারী বৃষ্টি সম্ভাবনা কলকাতা ও বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব ও পশ্চিম বর্ধমানেও।