কলকাতার আলিপুরে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সল্টলেক ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ব্যারাকপুর ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। দমদম ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যাব ৫.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বসিরহাটে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
ঝাড়গ্রামে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণবঙ্গের বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ের তাপমাত্রা ২৫ ডিগ্রি ছুঁই ছুঁই।