

*সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমলেও বাড়ল সর্বোচ্চ তাপমাত্রা। রাতে ও সকালের দিকে সামান্য শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত উধাও কলকাতায়। সংগৃহীত ছবি।


*তবে, কনকনে শীত বিদায় নিলেও জেলায় জেলায় এখনও শীতের আমেজ অব্যাহত। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সংগৃহীত ছবি।


*আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও কুয়াশার সম্ভাবনা। সংগৃহীত ছবি।


*কলকাতায় আজ শনিবার সকাল কুয়াশাচ্ছন্ন। তার ওপর আংশিক মেঘলা আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সংগৃহীত ছবি।


*শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৫-৯৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। সংগৃহীত ছবি।


*সোমবার থেকে কুয়াশার দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে থাকায় শীতের আমেজ শেষ হতে চলেছে। সংগৃহীত ছবি।


*আগামী ৩ দিন ঘন কুয়াশার সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় ও দিল্লিতে। রবি ও সোমবার ঘন কুয়াশা হবে উড়িষ্যাতে। সংগৃহীত ছবি।