

দিনের বেলায় শীতের পর্ব শেষ। মরসুমের মতো বিদায় নিতে চলেছে শীত। আগামী কয়েকদিন রাতে ও সকালের দিকে শীত থাকবে জেলায়। আর শীতের আমেজ থাকবে কলকাতায়। দিনের বেলায় কার্যত শীতের বিদায়। উত্তুরে হাওয়ার পরিবর্তে পূবালী হাওয়ার দাপট বাড়বে। দিনের বেলায় শীতের পোশাকের বিদায়।


কার্যত শীতের বিদায়। জেলায় রাতের দিকে শীত থাকলেও কলকাতায় কার্যত বিদায়। রাতের দিকে আর কিছুদিন শীতের আমেজ থাকবে কলকাতায়। সকাল নটার পর থেকেই গরম অনুভূত হবে।আগামীকাল বৃহস্পতিবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে 4/5 ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। সপ্তাহান্তে মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোন সম্ভাবনা আপাতত নেই।


কলকাতায় আজ পরিষ্কার আকাশ। আজ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 3 ডিগ্রি নিচে 14.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 32 থেকে 98 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি।


আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। জেলায় জেলায় শীত অনুভূত হলেও কলকাতায় শুধু শীতের আমেজ থাকবে। সকাল 9 টার পর থেকে শীত আর থাকবেনা।দিনের বেলায় গরম জামা কাপড় পড়ার প্রয়োজন শেষ হবে।


উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। আগামী 48 ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ মুজাফফরপুর এবং কিছুটা উত্তরাখণ্ডে। তবে এই তুষারপাতের ফলে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা নেই উত্তর-পশ্চিম ভারতে। বরং ঘন কুয়াশায় ঢাকতে পারে আগামী 24 ঘণ্টায় উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তরপ্রদেশের কিছু অংশে।