আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে, ফের ভাসতে চলেছে শহর ?
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।অন্য জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।


আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর প্রভাবে বৃহস্পতি - শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুএক জায়গায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার এই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে। জামশেদপুর থেকে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা।


দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তার আগে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।অন্য জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টি বা প্রবল বর্ষণের সম্ভাবনা এই মুহূর্তে নেই।


কলকাতায় এদিন দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৫ শতাংশ ।গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য ৩.৩ মিলিমিটার। মধ্যপ্রদেশের নিম্নচাপ মৌসুমী অক্ষরেখার সঙ্গে মিশে গেছে। আগামী ২৪ ঘণ্টায় তা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করবে। মধ্যপ্রদেশ এর নিম্নচাপ সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত।এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলি তে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী ৪৮ ঘণ্টায়।


রাজধানী দিল্লি সহ পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ,, হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড, রাজস্থান এই রাজ্যগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা। কর্ণাটক থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত একটি অফশোর অক্ষরেখা রয়েছে। তামিলনাড়ুর উপকূল অংশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে তামিলনাডু কর্ণাটক এলাকায় এবং গুজরাটি আগামী তিন-চারদিন বৃষ্টির সম্ভাবনা।