•বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, হাওড়াতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনি ও রবিবার উপকূলের জেলা সহ কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
•আগামী শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপের হাত ধরেই বঙ্গজুড়ে বর্ষামঙ্গল শুরু হবে। শনি ও রবিবার ১২ ও ১৩ ই জুন এর মধ্যেই পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বর্ষা ঢুকবে। রবিবারের মধ্যে বর্ষা ঢুকবে ওড়িশা, ঝাড়খন্ড এবং বিহারের একাংশে। শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার ওড়িশা, ঝাড়খন্ড, সিকিম এমনকি ছত্রিশগড়ে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচলপ্রদেশ , উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে যা আগামী কয়েকদিনেও চলবে।
•বুধবার কলকাতায় মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯০ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ।
•কেরল, কর্ণাটক পেরিয়ে মৌসুমীবায়ু ঢুকেছে মহারাষ্ট্রে । বর্ষার বৃষ্টি শুরু । আরও সক্রিয় হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অন্ধ্রপ্রদেশ তামিলনাডু কেরল কর্ণাটকে বর্ষা। আগামী কয়েকদিনে মুম্বাই এবং মহারাষ্ট্রের বাকি অংশ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ঢুকে যাবে মৌসুমী বায়ু। (Reporter: Biswajit Saha)