#কলকাতা: তাপমাত্রার পারদ বাড়তে বাড়তে একেবারে চরমে পৌঁছচ্ছে৷ ইতিমধ্যেই একাধিক দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে৷ কলকাতায় আজ, সোমবার তীব্র গরম ও অস্বস্তি থাকবে ৷ কলকাতায় তাপমাত্রা থাকবে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পাশাপাশি কলকাতাতেও হিট ওয়েভ বা লু-এর সতকর্তা রয়েছে ৷ Representative Image
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরেও তাপপ্রবাহ বা লু বইবার সতর্কতা জারি করা হয়েছে৷ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদহ, উত্তর ২৪ পরগনা জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর ফলে সাধারণ জনজীবন ব্যাহত হয়েছে। আগামী ৪-৫ দিন আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷ Representative Image