

কলকাতায় আবহাওয়ার খুব একটা অবনতি না হলেও নিম্নচাপের ভ্রূকুটি কিন্তু জারি আছে৷ এখনও দক্ষিণবঙ্গের ৯ টি জেলার ওপর প্রবল দুর্যোগের সতর্কতা জারি রয়েছে৷ Photo Courtesy- Accuweather


উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে একটি গভীর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে৷ অন্যদিকে বঙ্গোপসাগরের ঘণীভূত নিম্নচাপটি ধীরে ধীরে এগোচ্ছে৷ এরই জেরে দক্ষিণ বঙ্গের ৯ জেলায় প্রবলবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ Photo Courtesy- Accuweather


আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গ জুড়ে নিবিড় বৃষ্টির সর্তকতা। উপকূল ও পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার সন্ধ্যা থেকে ঝোড়ো হাওয়ায় দুর্যোগ আরো বাড়বে। প্রবল বৃষ্টিতে বাড়বে নদীর জল স্তর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সমুদ্রসৈকতে জারি সর্তকতা। Photo- Representative


কলকাতায় আজ মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। সন্ধ্যের পর বৃষ্টির পরিমাণ বাড়বে।রাতের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে।Photo- Representative


আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই নিবিড় বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি দু-এক পশলা বৃষ্টির সর্তকতা। আজ সন্ধ্যের পর ঝোড়ো হাওয়া বইবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ওদক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই ছয় জেলায় ৫৫ কিলোমিটার গতিবেগ পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।Photo- Representative


বুধবার দুপুর পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার সকাল থেকে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। বুধবারেও অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায়। পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা বৃষ্টি হতে পারে।Photo- Representative


বৃহস্পতিবার এ মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সর্তকতা থাকছে বৃহস্পতিবারেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে বৃহস্পতিবার। শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি।Photo- Representative


উত্তরবঙ্গে বুধবারে দার্জিলিং শহর উপরের দিকের পাঁচ জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।Photo- Representative


জোড়া নিম্নচাপ রয়েছে দেশজুড়ে। আগের নিম্নচাপটি এখন দক্ষিণ-পশ্চিম রাজস্থানে অবস্থান করছে আগামী ২৪ ঘণ্টায় এর প্রভাব থাকবে সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।Photo- Representative


নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এই নিম্নচাপ আগামী দুদিন আরও শক্তি সঞ্চয় করবে। দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে এই নিম্নচাপের অভিমুখ। এই নিম্নচাপের সঙ্গেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত।Photo- Representative


মৌসুমী অক্ষরেখা আগামী দুই থেকে তিন দিন আরও সক্রিয় থাকবে ।রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে মৌসুমী অক্ষ রেখাআজমির গোয়ালিয়ার বারানসি জামশেদপুর হয়ে উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপে পর্যন্ত বিস্তৃত।Photo- Representative


এই সিস্টেমগুলি প্রভাবে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি গুজরাট রাজস্থান উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে এবং পূর্ব ও মধ্য ভারতের রাজ্যে।Photo- Representative


মঙ্গল ও বুধবার ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। আগামী দু-তিন দিন ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা।মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং গুজরাটে।Photo- Representative


বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি ওড়িশা হিমাচল প্রদেশ উত্তরাখান্ড ছত্রিশগড় ঝারখন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরাখণ্ড পূর্ব উত্তর প্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খন্ড।Photo- Representative