

উদ্দেশ্য ফান ভিডিও তৈরি করা, আর সেই লক্ষ্যে একেবারে দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিল দুই যুবক৷ ঝাঁপ দেওয়ার পর একজনকে পুলিশ উদ্ধার করলেও দ্বিতীয় জন নিখোঁজ৷ ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে৷ (Info-Sushobhan Bhattacharya)


পুলিশ জানিয়েছে, যে দুই যুবক এই কাণ্ড ঘটিয়েছে তাদের নাম মহম্মদ তাস্তগির আলম (২৩) এবং মহম্মদ জাকির সর্দার (২২)৷ ঝাঁপ দেওয়ার পর তাস্তগিরকে পুলিশ উদ্ধার করতে পারলেও খোঁজ নেই জাকিরের৷ (Info-Sushobhan Bhattacharya)


তাস্তগিরকে উদ্ধার করে রিভার ট্রাফিক পুলিশ৷ উদ্ধার করার পর তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ নিখোঁজ জাকিরের খোঁজে সোমবারও গঙ্গায় তল্লাশি চালায় পুলিশ৷ (Info-Sushobhan Bhattacharya)


দুই যুবকের বন্ধুরাই মোবাইলে গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে৷ তাতে দেখা যাচ্ছে, দ্বিতীয় হুগলি সেতুর রেলিং ধরে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে আছেন তাস্তগির এবং জাকির৷ তাদের সঙ্গে আরও কয়েকজন যুবক রয়েছে৷ (Info-Sushobhan Bhattacharya)


ঝাঁপ দেওয়ার আগে বেশ কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে হাল্কা মেজাজে কথা বলছে তারা৷ তার পরে একে একে দু' জনে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে৷ (Info-Sushobhan Bhattacharya)


গোটা ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে৷ দ্বিতী হুগলি সেতুর উপরে কড়া নজরদারি থাকে পুলিশের৷ সেখানে এতজন যুবক মাঝ সেতুতে রেলিং টপকে কীভাবে পুলিশের নজর এড়িয়ে এমন কাণ্ড ঘটালো, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ (Info-Sushobhan Bhattacharya)