গত দোলের দিন থেকে নৈহাটি এবং কল্যাণী স্টেশনের মধ্যে থার্ড লাইন,নন ইন্টারলকিং কাজের জন্য ট্রেনের সমস্যা চলছিল। প্রথমে ১৪ মার্চ পর্যন্ত কাজ চলার কথা থাকলেও পরে ১৯ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয় যদিও তারপরেও পরিষেবার সেরকম কিছু উন্নতি হয় নি। উল্টে শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত নৈহাটি স্টেশনে রেলসেতু রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য শিয়ালদহ মেন শাখায় বাতিল থাকবে অনেকগুলো ট্রেন। প্রতিবেদন- অভিজিৎ চন্দ।
দীর্ঘদিন ধরে মেন লাইনের ট্রেনের সমস্যার জন্য তিতিবিরক্ত নিত্যযাত্রীরা। তার ওপর আবার শনি,রবিবার ট্রেন বাতিল। একদিকে রবিবার এমনিতেই ছুটির দিন থাকায় অনেক ট্রেন সাধারণত বাতিল থাকে,তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মতো ওইদিন আরও ট্রেন বাতিল করায় খুবই সমস্যার মধ্যে পড়তে চলেছে রেলযাত্রীরা। প্রতিবেদন- অভিজিৎ চন্দ।
রবিবার একধাক্কায় মেন লাইনের ১৮ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার শিয়ালদহ এবং নৈহাটির মধ্যে ৫ জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ এবং কল্যাণী সীমান্ত স্টেশনের মধ্যে ৪ জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে ৩ জোড়া ট্রেন বাতিল থাকবে। ২ জোড়া ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে। এক জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে এবং দমদম-ব্যারাকপুরের মধ্যে। প্রতিবেদন- অভিজিৎ চন্দ।