আজ রাত বারোটা বাজলেই সব লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে বর্ধমান স্টেশন থেকে। বর্ধমান থেকে হাওড়া কর্ড ও মেইন শাখা ও বর্ধমান ব্যান্ডেল শাখায় বৃহস্পতিবার সন্ধে ছটা পর্যন্ত কোনও ট্রেন চলাচল করবে না এর ফলে সপ্তাহের মাঝে যাত্রী দুর্ভোগ ব্যাপক আকার নেবে বলে মনে করা হচ্ছে। এমনিতেই পুরনো রেল ওভারব্রিজ ভাঙার জন্য বেশ কয়েকদিন ধরেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী কাল সন্ধ্যা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় কিভাবে কর্মক্ষেত্রে যাতায়াত করা সম্ভব হবে তারা ভেবে উঠতে পারছেন না অনেকেই।
বর্ধমানে পুরনো রেল ওভার ব্রিজ ভাঙার কাজ জন্য বর্ধমান হাওড়া কর্ড ও মেইন লাইনে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল রয়েছে। তার ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে গত কাল মঙ্গলবারের মতোই আজ বুধবারও ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল কর্ড লাইনে, ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল মেইন লাইনে এবং একটি ব্যান্ডেল-বর্ধমান লোকাল বাতিল রয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশন লাগোয়া পুরনো ওভারব্রিজ ভাঙার জন্য ৫ ফেব্রুয়ারি রবিবার থেকে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ট্রেনের নিয়ন্ত্রণ-সহ ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। যার ফলস্বরূপ ৫ ফেব্রুয়ারি রবিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া ও বর্ধমান এবং ব্যান্ডেল ও বর্ধমানের মধ্যে, সমস্ত এমইএমইউ বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে এবং সমস্ত লোকাল প্যাসেঞ্জার ট্রেন বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে বাতিল ছিল৷
ফের ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডেল-বর্ধমানের মধ্যে রাত বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বাতিল থাকবে৷ এগুলি ছাড়াও ৪৯টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল বা তাদের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। হাওড়া-শক্তিগড় এবং হাওড়া-মশাগ্রাম লাইনে আপ-ডাউন মিলিয়ে ৮০টির মতো স্পেশাল লোকাল সার্ভিস চলবে।