নিজেকে বলছেন টালিগঞ্জের 'ঘরের ছেলে', ভূমিপুত্র। মমতা বন্দ্যোপাধ্যায় তাই ফের টালিগঞ্জ কেন্দ্রের জন্য আস্থা রেখেছেন অরূপ বিশ্বাসের উপর। যদিও বিজেপিও হাল ছাড়তে নারাজ। তাই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে দাঁড় করিয়েছে টালিগঞ্জে। সংযুক্ত মোর্চার তরফেও রয়েছেন অভিনেতা দেবদূত ঘোষ। তবে, নিজের জয় নিয়ে বিন্দুমাত্র রাজি নন অরূপ। বরং তাকিয়ে আছেন ফলের ব্যবধানের দিকে। তাঁর এলাকায় এসে টালিগঞ্জের গুণ্ডারাজ নিয়ে সরব হয়েছেন বাবুল। অরূপ অবশ্য পালটা কিছু বলতে নারাজ। বলছেন, জবাব দেবে টালিগঞ্জের মানুষ। ভোটে লড়তে যে হলফনামা জমা দিয়েছেন মমতার ছায়াসঙ্গী অরূপ, তাতেই সামনে এসেছে তাঁর সম্পত্তির পরিমাণ।