কাকতালীয় কিনা জানা নেই, তবে রাজীব এবং শতাব্দী দু' জনেই ১৬ জানুয়ারি দিনটি বেছে নেওয়ায় রাজ্য রাজনীতিতে রীতিমতো জল্পনা ছড়িয়েছে৷ বিশেষত, শাসক শিবির থেকে যেভাবে গত কয়েকদিনে একের পর এক নেতা বিজেপি-তে নাম লিখিয়েছেন, তাতে আগামী শনিবার কী হয়, তা নিয়ে শাসক দলের মধ্যেও চর্চা কম হচ্ছে না৷