

৪৮ ঘণ্টার মধ্যে তিন তিনটি ইস্তফা৷ শুভেন্দু অধিকারীর পথেই দল ছাড়ছেন একের পর এক নেতা৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজন শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপি-তে যোগদান করবেন বলে খবর৷ বাকিরাও বিজেপি-র দিকে পা বাড়িয়ে রয়েছেন৷ ফলে শনিবার অমিত শাহের শভার আগে প্রবল চাপে রাজ্যের শাসক দল৷ শনিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে শেষ পর্যন্ত কতজন তৃণমূল নেতা বিজেপি-তে যোগ দেন, সেটাই এখন রাজ্য রাজনীতির আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷


শুভেন্দু অধিকারী বৃহস্পতিবর তৃণমূলের সদস্যপদ ছেড়েছিলেন৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল ছাড়েন আসানসোলের নেতা এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি৷ এ দিনই তৃণমূল ছেড়েছেন শীলভদ্র দত্ত৷ এর পাশাপাশি তৃণমূলের নিচু স্তরের বহু নেতাও দল ছেড়ে বিজেপি-তে যোগদানের ইঙ্গিত দিয়েছেন৷


শুধু বিধায়করাই নন, বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলও শনিবার বিজেপি-তে যোগ দিতে পারেন৷ এখনও তৃণমূল না ছাড়লেও দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাংসদ সুনীল মণ্ডল৷


বিধায়ক, সাংসদরা তো রয়েছেনই৷ এর পাশাপাশি শনিবার মেদিনীপুরে তৃণমূলের বেশ কিছু কাউন্সিলর, পঞ্চায়েত এবং জেলা পরিষদের সদস্যরাও দল বদল করতে পারেন৷ খড়্গপুর পুরসভার অন্তত ছ' জন কাউন্সিলর বিজেপি-তে যোগদান করতে পারেন৷ তালিকায় থাকতে পারেন মালদহের পঞ্চায়েত, জেলা পরিষদের কয়েকজন জনপ্রতিনিধি৷


ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকেও শুভেন্দু অধিকারীর বহু অনুগামী দুই মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন বলে খবর৷ শনিবার তাঁরা দল বেঁধে মেদিনীপুরের সভায় যাবেন৷ যত সময় যাচ্ছে, তৃণমূলের নিচুতলায় বিক্ষুব্ধ নেতাদের সংখ্যাও বেড়েই চলেছে৷


তৃণমূল শীর্ষ নেতৃত্বের চাপ বাড়িয়ে আরও বেশ কিছু বিধায়ক এখনও বেসুরো রয়েছেন৷ তাঁদেরকে বোঝানোর চেষ্টা করছে দল৷ রাজ্য বিজেপি নেতাদের অবশ্য দাবি, শুভেন্দুর সঙ্গেই আরও বেশ কিছু তৃণমূল বিধায়ক শনিবার দলবদল করতে চলেছেন৷