

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে বৃষ্টি চলবে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্বমুখী হওয়ায় তার প্রভাব পড়ছে সিকিম-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। অন্যদিকে পূবালী হাওয়ায় বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। এর ফলে সকালের দিকে সামান্য কুয়াশা উপকূলের জেলা-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে দক্ষিণের জেলাগুলিতে গরম ও শুষ্ক আবহাওয়া।


আগামী কয়েকদিন উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস। বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সিকিম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির তেও বৃষ্টির পূর্বাভাস।বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ সহ দু'এক জায়গায়। সপ্তাহের মাঝামাঝি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রিতে পৌঁছতে পারে। ঝাড়খন্ডে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তার প্রভাব পড়তে পারে বাংলায়। শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রা বাড়ায় 40 ছুঁই ছুঁই পারদ হতে পারে এই জেলাগুলিতে।


কলকাতায় সকালে হালকা কুয়াশা সঙ্গে মনোরম পরিবেশ। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে শুষ্ক ও গরম আবহাওয়ায় কষ্ট বাড়বে। শনিবার 36 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে কলকাতার পারদ। আজও স্বাভাবিকের থেকে 4/5 ডিগ্রি বেশি থাকতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে অবশ্য তাপমাত্রা স্বাভাবিকের থেকে মাত্র 1 ডিগ্রি বেশি ছিল। 22.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 28 থেকে 95 শতাংশ ছিল। গত 24 ঘণ্টায় কলকাতায় কোন বৃষ্টি হয়নি।


পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে উত্তর-পশ্চিম ভারতে।তুষারপাতের সম্ভাবনা আগামী 24 ঘণ্টায় জম্মু কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে। বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং উত্তর প্রদেশের কিছু অংশে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে মঙ্গলবার। ফের বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে।


আগামী 24 ঘন্টা তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। তারপর থেকে পরবর্তী 48 ঘণ্টায় তাপমাত্রা দুই থেকে 4 ডিগ্রি কমতে পারে। মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে। ঝাড়খন্ডে তাপমাত্রা আগামী দু তিন দিনে তিন থেকে চার ডিগ্রি পারবে বলে অনুমান আবহবিদদের। তাপমাত্রা বাড়বে কেরল ও মাহেতে । পশ্চিম ভারতের রাজ্যগুলি তে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত। আগামী কয়েক দিনের বৃষ্টি হতে পারে কেরল সহ দক্ষিণ ভারতের দুই একটি রাজ্যে।