সপ্তাহান্তেই রাজ্যে জাঁকিয়ে শীত! কলকাতা-সহ এই জেলাগুলিতে তাপমাত্রা নামবে ১৪ ডিগ্রির নীচে
সপ্তাহান্তে ফিরতে পারে জাঁকিয়ে শীত। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে পারদ। আগামী দু-দিন স্বাভাবিকের ওপরেই তাপমাত্রা। সকালে ঘন কুয়াশার সর্তকতা।


*সপ্তাহান্তে ফিরতে পারে জাঁকিয়ে শীত। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে পারদ। আগামী দু-দিন স্বাভাবিকের ওপরেই তাপমাত্রা। সকালে ঘন কুয়াশার সর্তকতা। আংশিক মেঘলা আকাশ। সংগৃহীত ছবি।


*কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি ওপরে। সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭-৯৯ শতাংশ। সংগৃহীত ছবি।


*আগামী ৪৮ ঘণ্টা কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ। দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নামার কোন সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। সংগৃহীত ছবি।


*হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৪৮ ঘন্টা পর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কমার সম্ভাবনা। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। রাজ্যজুড়ে আরো একবার জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে শনি-রবিবারে। সংগৃহীত ছবি।


*আগামী দু-দিন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘন কুয়াশার সর্তকতা। ঘন কুয়াশা থাকবে বিহার এবং উত্তরবঙ্গেও। আগামিকাল সকালে দিল্লিতে অতি ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। সংগৃহীত ছবি।


*আগামী ৪-৫ দিন উত্তরপ্রদেশে ঘন কুয়াশার সর্তকতা। আগামী ৪৮ ঘন্টা ঘন কুয়াশা থাকবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। ৪৮ ঘণ্টায় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা। সংগৃহীত ছবি।


*এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে। ঘূর্ণাবর্ত হয়েছে দক্ষিন আরব সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর। এছাড়াও সক্রিয় রয়েছে পূবালী হাওয়া। সংগৃহীত ছবি।