বিধানসভা নির্বাচনের আগে বাংলার সংস্কৃতি থেকে শুরু করে মণীষীদের সম্মান জানানোকে কেন্দ্র করে বিজেপি- তৃণমূলের টক্কর ক্রমেই বাড়ছে৷ নেতাজির জন্মদিন উদযাপনে রাজ্য সরকারের মতো কেন্দ্রীয় সরকারও পৃথক কমিটি গড়েছে৷ এবার স্বামী বিবেকানন্দের জন্মদিনকে উপলক্ষ করে দুই শিবিরের যুযুধান যুবনেতা পথে নামছে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ (Info- Kamalika Sengupta)