

উপলক্ষ স্বামী বিবেকানন্দের জন্মদিন৷ আর তাকে কেন্দ্র করেই মঙ্গলবার কলকাতার রাজপথে মুখোমুখি টক্করে অভিষেক বন্দ্যোপাধ্যায়- শুভেন্দু অধিকারী৷ বলা ভাল, স্বামীজির জন্মদিনে কলকাতার রাজপথে দুই যুবনেতা শক্তি প্রদর্শন করবেন৷ (Info- Kamalika Sengupta)


মঙ্গলবার স্বামীজির জন্মদিনে বিবেকের ডাক ব্যানারে মিছিল করার কথা আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত এই মিছিল হওয়ার কথা৷ মিছিলে হাজির থাকার কথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়৷ (Info- Kamalika Sengupta)


বিজেপি-তে যোগ দেওয়ার পর কলকাতায় এটাই শুভেন্দুর ডাকে কোনও বড় কর্মসূচি৷ বিজেপি নেতার অবশ্য দাবি, এই মিছিলে বিজেপি-র পতাকা থাকবে না৷ ফলে অরাজনৈতিক মোড়কেই হবে এই মিছিল৷ (Info- Kamalika Sengupta)


অন্যদিকে মঙ্গলবারই স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মিছিল শুরুর আগে দুপুরে শ্রদ্ধা জানাতে স্বামীজির বাড়িতেও যাওয়ার কথা তৃণমূল সাংসদের৷ (Info- Kamalika Sengupta)


অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য প্রতি বছরই স্বামীজির জন্মদিনে তাঁর বাড়িতে যেতেন, পদযাত্রাও করতেন৷ কিন্তু এবার যেহেতু শুভেন্দু অধিকারীও একই ইস্যুতে মিছিলের ডাক দিয়েছেন, তাই অভিষেকের কর্মসূচিও অন্যমাত্রা পেয়েছে৷ (Info- Kamalika Sengupta)


বিধানসভা নির্বাচনের আগে বাংলার সংস্কৃতি থেকে শুরু করে মণীষীদের সম্মান জানানোকে কেন্দ্র করে বিজেপি- তৃণমূলের টক্কর ক্রমেই বাড়ছে৷ নেতাজির জন্মদিন উদযাপনে রাজ্য সরকারের মতো কেন্দ্রীয় সরকারও পৃথক কমিটি গড়েছে৷ এবার স্বামী বিবেকানন্দের জন্মদিনকে উপলক্ষ করে দুই শিবিরের যুযুধান যুবনেতা পথে নামছে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ (Info- Kamalika Sengupta)