

ধেয়ে আসছে ভয়ঙ্কর আমফান। কাল সন্ধে নাগাদ স্থলভাগে ধাক্কা। দিঘা-হাতিয়ার মধ্যে ধাক্কা মারার সম্ভাবনা। গতিবেগ থাকবে ১৮০ থেকে ১৯৫ কিলোমিটার।


সুপার সাইক্লোনের চেহারা নিয়েছে আমফান। এর জেরে বুধবার সন্ধেয়, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ১২০ কিমি বেগে ঝড়ের সতর্কতা।


আমফান নিয়ে সতর্ক কলকাতা পুলিশ। পুরোন ও বিপজ্জনক বাড়ি খালি করতে নির্দিষ্ট থানাগুলিকে নির্দেশ দিল লালবাজার । বিজ্ঞাপনের বড় হোর্ডিং খুলতে নির্দেশ। ধারাল জিনিস খোলা অবস্থায় না রাখতে নির্দেশ লালবাজারের


মঙ্গলবার সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার উপকূলের জেলাগুলিতে। দুপুরের পর থেকে মেঘলা আকাশ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। মঙ্গলবার বিকেলে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার।


সন্ধে বা রাতের দিকে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও।মঙ্গলবার রাত ও বুধবার ভোরে উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। সকালের দিকে তা ১০ মিটার প্রতি ঘন্টায় পৌঁছে যাবে বিকেলের দিকে অর্থাৎ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় গতিবেগ ১৯৫ কিলোমিটার হওয়ার সম্ভাবনা।


বুধবার বিকেলের পরে তীব্র আকার ধারণ করতে পারে ঝড়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুরে ঝড়ের গতিবেগ বেড়ে হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আগামী ২৪ ঘণ্টায় তাই মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।