মণ্ডপ সংলগ্ন রাস্তাতেই তৈরি হল কৃত্রিম জলাধার! করোনা রুখতে অভিনব বিসর্জন ত্রিধারা সম্মিলনীর
দক্ষিণ কলকাতার এই বারোয়ারি পুজোর এ বছর ৭৪তম বর্ষ। পুজোর থিম ‘কোভিড যোদ্ধা’। অন্যান্যবার প্রতিমা দু-একদিন রাখা হলে, এবারে দশমীর দিনেই নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়।


*করোনা মোকাবিলার স্বার্থে দুর্গাপুজো থেকে বিসর্জন, সবেতেই রয়েছে একাধিক বিধিনিষেধ। তবে সব ছাপিয়ে বিসর্জনে একেবারে অভিনব কাণ্ড ঘটাল ত্রিধারা সম্মিলনী। ছবি: ত্রিধারার সৌজন্যে।


*চিরাচরিত শোভাযাত্রা করে গঙ্গায় প্রতিমা বিসর্জন দিলে বাড়তে পারে স্থানীয় বা পাড়ার বাসিন্দাদের করোনা সংক্রমণের ঝুঁকি। তাই সেই রাস্তার একেবারে ৩৬০ ডিগ্রি উল্টো পথে হেঁটে মণ্ডপের সামনেই কৃত্রিম জলাধার নির্মাণ করা হয়। সেখানেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ছবি: ত্রিধারার সৌজন্যে।


*দক্ষিণ কলকাতার এই বারোয়ারি পুজোর এ বছর ৭৪তম বর্ষ। পুজোর থিম ‘কোভিড যোদ্ধা’। অন্যান্যবার প্রতিমা দু-একদিন রাখা হলে, এবারে দশমীর দিনেই নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়। ছবি: ত্রিধারার সৌজন্যে।


*ত্রিধারার কর্মকর্তাদের কথায়, কলকাতায় এই রকম উদ্যোগ আগে কখনও হয়েছে বলে মনে শুনিনি। তবে করোনা সংক্রমণে রাশ টানতেই এমন উদ্যোগ। যদিও, করোনার প্রকোপ কমে গেলেও ত্রিধারার কর্তারা পরের বছর থেকে এ ভাবেই বিসর্জন পর্ব সারতে আগ্রহী। ছবি: ত্রিধারার সৌজন্যে।