

জয় শাহ ফোন করে বলেছিলেন,কেয়া খেল দিখায়া দাদা! সেই ভেলকির শেষে প্রাণে জল এলো সৌরভ ভক্তদের। আজই বাড়ি ফিরতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত অন্তত তিন সপ্তাহ তাঁকে বিশ্রামে থাকতে হবে। সৌরভকে নিতে হাসপাতালে থাকবেন ডোনা গঙ্গোপাধ্যায়, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সৌরভকে নিয়ে যাওয়ার সময়ে নিরাপত্তাজনিত যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে উডল্যান্ডসে বাড়ানো হয়েছে নিরাপত্তা।


তিন সপ্তাহ পরে তাঁর অন্য দুটি ধমনীতে স্টেন্ট বসানো হবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘরোয়া ডায়েটেই থাকতে হবে। খাদ্যতালিকা থেকে বাদ পড়ছে দুধজাতীয় খাবার। কোলেস্টরেল বাড়তে পারে এমন কিছুই খেতে পারবেন না মহারাজ। রেড মিট, বিরিয়নি আপাতত বন্ধ থাকবে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর থাইরয়েড জনিত সমস্যাও রয়েছে। সে দিকেও নজর রাখবেন চিকিৎসকরা। যদিও পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রমে তিনি সবই খেতে পারবেন।


গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন প্রখ্যাত হার্ট সার্জেন দেবী শেট্টি। সৌরভকে দেখে শেট্টি বলেন. তাঁকে আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তাঁকে বাড়ি নিয়ে যাওয়ায় কোনও বাধা নেই।


পাশাপাশি দেবী শেট্টি এও জানান, সামান্য সিটি স্ক্যান করা থাকলেও বিপদ এড়াতে পারতেন মহারাজ। আসলে মহারাজের ঘটনাকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করেন শেট্টি।