

রবিবারই রাজভবনে গিয়েছিলেন তিনি৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে৷ এরই মধ্য আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে একই মঞ্চে হাজির হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷


রবিবার রাজভবন থেকে বেরিয়ে সৌরভ নির্দিষ্ট ভাবে বলেননি ঠিক কী বিষয়ে তিনি রাজ্যপালের সঙ্গে আলোচনা করেছেন৷ রাজ্যপাল ট্যুইট করে জানান, একাধিক বিষয় উঠে এসেছিল আলোচনায়৷ যার ফলে জল্পনা আরও বেড়েছ৷


এ দিন দিল্লিতে অবশ্য ডিডিসিএ-এর একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বোর্ড সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন সৌরভ৷ দিল্লি ক্রিকেট সংস্থার তরফে প্রাক্তন চেয়ারম্যান এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত অরুণ জেটলির মূর্তি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই অনুষ্ঠানেই এক মঞ্চে থাকবেন সৌরভ- শাহ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীরের মতো দিল্লির একঝাঁক প্রাক্তন ক্রিকেটারদেরও৷


তবে অমিত শাহের সঙ্গে একমঞ্চে থাকলেও দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনও বৈঠকে তিনি বসছেন না বলেই স্পষ্ট করে দিয়েছেন মহারাজ৷ এ দিন দিল্লি রওনা দেওয়ার আগে তাঁকে ঘিরে জল্পনা উড়িয়ে সৌরভ বলেন, 'কারও সঙ্গে আমি দেখা করতে পারি না?'