

•হাসপাতাল থেকে ছুটি হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (SouravGanguly)৷ বুধবার তাঁকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও, আরও একদিন হাসপাতালে থাকতে চান মহারাজ নিজেই৷ সেই মত আজ, বৃহস্পতিবার ছুটি হল তাঁর৷(Photo Courtesy-ANI)


•বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাইরে এলেন সৌরভ৷ ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন তিনি৷ হাসতাপাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানলেন৷ বললেন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন৷(Photo Courtesy-ANI)


•তিন সপ্তাহ পরে তাঁর অন্য দুটি ধমনীতে স্টেন্ট বসানো হবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘরোয়া ডায়েটেই থাকতে হবে। খাদ্যতালিকা থেকে বাদ পড়ছে দুধজাতীয় খাবার। কোলেস্টরেল বাড়তে পারে এমন কিছুই খেতে পারবেন না মহারাজ। রেড মিট, বিরিয়নি আপাতত বন্ধ থাকবে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর থাইরয়েড জনিত সমস্যাও রয়েছে। সে দিকেও নজর রাখবেন চিকিৎসকরা। যদিও পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রমে তিনি সবই খেতে পারবেন।


•ঘনিষ্ঠমহলের ব্যখ্যা, হার্ট অ্যাটাক মহারাজকে কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছে। আপাত সচেতন মহারাজ শরীরের সংকেতে কান না দিয়েই কাজের পিছনে ছুটেছেন। তবে এবার তিনি বলছেন যে, নিজের জন্য বাঁচবেন৷