হোম » ছবি » কলকাতা » রামমন্দিরের ভূমিপুজোর জন্য রাজ্যের ১০ জায়গার জল-মাটি যাচ্ছে অযোধ্যায়
৫ অগাস্ট শিলান্যাস, রামমন্দিরের ভূমিপুজোর জন্য রাজ্যের ১০ জায়গার জল-মাটি যাচ্ছে অযোধ্যায়
Bangla Editor
1/ 5
৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমিপুজো, মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির নির্মাণে দেশের নানা প্রান্তের হিন্দু দেবস্থানের জল ও মাটি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ANI Photo )
2/ 5
উত্তরবঙ্গের অন্যতম শিবতীর্থ জল্পেশ। জল্পেশ নদীর পাশেই মন্দির। এই শিবতীর্থের জল ও মাটি যাচ্ছে অযোধ্যায়।
3/ 5
অযোঘ্যায় রামন্দির তৈরি জন্য নবদ্বীপ ধামের প্রাচীন মায়াপুর ও ভাগীরথী থেকেও জল ও মাটি পাঠানো হচ্ছে।
4/ 5
সবমিলিয়ে রাজ্যের মোট ১০ জায়গার জল ও মাটি অযোধ্যায় - নদিয়ার নবদ্বীপ, হুগলির ত্রিবেণী, শিলিগুড়ি, জলপাইগুড়ির জল্পেশ, কোচবিহার, বীরভূমের তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, কলকাতার ভূতনাথ মন্দির এবং গঙ্গাসাগরের জল ও মাটি পাঠানো হচ্ছে রাম মন্দির তৈরির কাজে।
5/ 5
কোচবিহারের মদনমোহন বাড়ি, গোঁসানিমারি মন্দির চত্বরের মাটি নেওয়া হবে। তোর্সা ও সাগরদিঘির জলও নিয়ে যাওয়া হবে অযোধ্যায়। উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করা জল ও মাটি রাখা থাকবে শিলিগুড়ির বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে। তারপর অযোধ্যা যাত্রা।