

শুক্রবার এর পর সোমবার। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় তাপমাত্রা নামার কোন সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ একইরকম আবহাওয়া থাকার সম্ভাবনা।রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীতের আমেজ উধাও হবে কলকাতায়। কলকাতায় পারদ পনেরোর নিচে নামার সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সিকিম ও সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে।


আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ এবং সিকিম ও অরুণাচল প্রদেশ তুষারপাতের সম্ভাবনা।এই সম্ভাবনার সঙ্গে সঙ্গেই সোমবারে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু-কাশ্মীরে। দুটি পশ্চিমী ঝঞ্ঝার মাঝে সময় বেশি না থাকায় তাপমাত্রা নামার সম্ভাবনা কম। বলছেন আবহাওয়াবিদরা।


কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লো।আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিক।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বেড়ে স্বাভাবিকের 1° ওপরে 28.8 ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ 42 থেকে 99 শতাংশ। আগামী কয়েকদিন তাপমাত্রা 17/18 র ঘরেই ঘোরাফেরা করবে। মেঘমুক্ত আকাশ হলেও একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার বাধা পাবে উত্তুরে হাওয়া। তাই তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।


কলকাতাসহ দক্ষিণবঙ্গের আবহাওয়া বৃষ্টির কোন সম্ভাবনা নেই।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির পার্বত্য এলাকার সহ উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা হতে পারে। সিকিম ও সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।


ঘূর্ণিঝড় বুরেভি র প্রভাব তামিলনাডু ও কেরল উপকূলে পড়বে। গাল্ফ অফ মানার এ শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হবে। এই গভীর নিম্নচাপ 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে তামিলনাড়ু উপকূলে প্রবেশ করবে। তামিলনাড়ুর রামনাথপুর ও থুথুকোরির মাঝে স্থলভাগের প্রবেশ করবে।এর প্রভাবে তামিলনাড়ুর উপকূলের বেশ কিছু এলাকা এবং দক্ষিণ কেরালার বেশকিছু জেলায় ক্ষতির আশঙ্কা। শনিবার পর্যন্ত তামিলনাডু কেরল অন্ধ্রপ্রদেশ পুদুচেরি ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।