কুয়াশায় বেহাল ট্রেন-বিমান পরিষেবা || শীতের সকালে নজিরবিহীন সমস্যা রাজ্যে
কলকাতা-সহ আশেপাশের জেলায় দৃশ্যমানতা খুবই কম কুয়াশার দাপটে। প্রভাব পড়ল রেল পরিষেবায়। দেরিতে চলছে লোকাল ট্রেন। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামিকাল শুক্রবার উত্তরবঙ্গে কুয়াশার দাপট আরো বাড়বে। কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণে।


ঘন কুয়াশার দাপট দেখা গেল কলকাতা-সহ সব জেলাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটলেও আংশিক মেঘলা রইল আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গের নীচের দিকের কিছু জেলতেওয আজ ঘন কুয়াশা দেখা গেল। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গে কুয়াশার দাপট আরো বাড়বে।


দক্ষিণবঙ্গের ১০ জেলায় আজ সকাল থেকেই ছিল কুয়াশার দাপট। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট। ২০০ মিটারের নীচে নেমে আসে দৃশ্যমানতা। কয়েক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটার ছুঁয়েছে। এর জেরে ব্যহত হয় ট্রেন ও উড়ান চলাচল।


অন্য দিকে উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দৃশ্যমানতা২০০ মিটার নিচে নেমেছে। হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে।


কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ডিগ্রি বেশি।থেকে ২ ডিগ্রি নীচে ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৮ শতাংশ।রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে এবং জলীয়বাষ্পের পরিমাণ ৯৮% হওয়ায় ঘন কুয়াশার দাপট।


আগামিকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেআগামীকাল জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে বৃষ্টির শিলা বৃষ্টির পূর্বাভাস।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে উত্তরাখণ্ড মহারাষ্ট্র হরিয়ানা চন্ডিগড় দিল্লিতেও। শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা। তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বেশ কিছু এলাকায়।


ঘন কুয়াশার দাপট দেখা যাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায়।শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঘন কুয়াশা উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায়। শনিবারও ঘন কুয়াশার দাপট দেখা যাবে বিহার উত্তরবঙ্গ সিকিম ত্রিপুরাতে।সোম ও মঙ্গলবার ঘন কুয়াশার সর্তকতা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় ও দিল্লির মত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।


তবে চিন্তার কথা, কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। বৃহস্পতিবার সকালে দিল্লির দূষণের মাত্রা যখন প্রায় ৪০০ মাইক্রো গ্রাম প্রতি ঘনমিটারে তখন পিছিয়ে নেই কলকাতাও। প্রতিবার সকালে কলকাতার বিটি রোডের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে দূষণের মাত্রা ছিল ৩৪৮ মাইক্রো গ্রাম প্রতি ঘনমিটারে। যাদবপুরে দূষণের মাত্রা ছিল ৩২৬ মাইক্রো গ্রাম প্রতি ঘনমিটারে বালিগঞ্জে ৩১৮ ভিক্টোরিয়াতে ৩০৬ রবীন্দ্র সরোবরে 297 মাইক্রো গ্রাম প্রতি ঘনমিটারে। বিধাননগরে সেই মাত্রা ৩০০ ছাড়িয়েছে। মাত্রা ছিল 5 মাইক্রো গ্রাম প্রতি ঘনমিটারে। জেলার ক্ষেত্রে ৩০০ ছাড়িয়েছে হাওড়া আসানসোলে।হাওড়াতে দিন দূষণের মাত্রা ৩০৮ মাইক্রো গ্রাম প্রতি ঘনমিটারে আসানসোলে আরও একটু বেশি ৩১৯ মাইক্রো গ্রাম প্রতি ঘনমিটারে যদিও শিলিগুড়িতে দূষণের মাত্রা কিছুটা কম ১৭৮ মাইক্রো গ্রাম প্রতি ঘনমিটারে।