1/ 4


• সোনার ঠাকুর, সোনার গয়না, রূপার মণ্ডপ, এসব করে কলকাতার অনেক পুজোই এর আগে তাক লাগিয়েছে। নজর কেড়েছিল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোও। কিন্তু এবারে সেই তালিকায় নাম লেখালো লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং।
2/ 4


• শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। আটচল্লিশতম বছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবার কেদারধাম। সোনা-ঝলমলে দুর্গা। বুধবার পঁচিশ কেজি সোনার গয়নায় সাজানো হয়েছে দুর্গাকে।
3/ 4


• বৃহস্পতিবার উদ্বোধন। ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তার আগে সোনার গয়নার সাজে সেজে উঠলো প্রতিমা। সেজে উঠলেন মা দুর্গা।