মুম্বাইয়ে প্রবল বৃষ্টির সতর্কতা। কলকাতায় বৃষ্টির ঘাটতি। রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতীয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা দেশজুড়ে। রাজ্যজুড়ে বৃষ্টির অভাব। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে উপকূলের ও সংলগ্ন জেলা ছাড়া বৃষ্টির দেখা মিলবে না। সামান্য বাড়বে তাপমাত্রা জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি অনেকটাই বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৭ জেলায় শর্ট স্পেলে বৃষ্টির পূর্বাভাস। (তথ্য- বিশ্বজিৎ সাহা)
রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা চার পাঁচ দিনে নেই। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প নব্বই শতাংশের বেশি থাকায় জনিত অস্বস্তি ভোগাবে।
কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং কলকাতায় ছোট ছোট স্পেলে পাঁচ দশ মিনিটের জন্য হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
ঘুর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এলাকায়। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এই ঘূর্নাবর্ত দক্ষিণ উড়িষ্যা উপকূল থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে কোটা ডামহো এবং পেন্ড্রা রোড হয়ে গোপালপুর পর্যন্ত বিস্তৃত। গোপালপুর থেকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এটি অফশোর অক্ষরেখা রয়েছে আরব সাগর উপকূলে গুজরাট থেকে কর্ণাটক পর্যন্ত।
আগামী কয়েকদিন মুম্বাই-সহ মধ্য মহারাষ্ট্রের প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে সৌরাষ্ট্র কচ্ছ উপকূলে। আগামী ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশ ও হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। হিমাচল প্রদেশে ১১ এবং ১২ ই জুলাই ভারী বৃষ্টির সর্তকতা। আজ ও কাল গুজরাতে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত সৌরাষ্ট্র ও কচ্ছে অতি ভারী বৃষ্টির সর্তকতা। কর্নাটকে বৃষ্টি হবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।
উত্তরাখণ্ডে সোম ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে ওড়িশাতে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত ছত্রিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মধ্য মহারাষ্ট্র তেলেঙ্গানা মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা।, উত্তর-পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় রাজস্থানে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।