একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের ওপরে । আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত । যেটি উত্তর প্রদেশ বিহার এবং উত্তর বঙ্গের উপর দিয়ে গেছে। সেই কারণেই আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা বাড়বে, ৪০ ডিগ্রি কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা।
উত্তরবঙ্গে আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা।ল আগামী তিন থেকে চারদিন উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে। মৌসুমী বায়ু কেরালা তামিলনাড়ু কর্ণাটক ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে। বুধবার থেকে অসম, মেঘালয়-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা আরও বলেন, গতদিনের অবস্থানেই একই জায়গায় রয়েছে আজ মৌসুমী বায়ুর অবস্থান। আবহাওয়াবিদদের অনুমান আগামী তিন থেকে চার দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর পেরিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে। এবার আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর বা মৌসম ভবন।
তবে বাংলায় কবে বর্ষা ঢুকবে এখনো পরিষ্কার করে জানাতে চাইছে না আবহাওয়া দফতর। মৌসুমী বায়ুর গতিপথ কি তাহলে শ্লথ হতে চলেছে?? আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, আপাতত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে বর্ষা প্রবেশের অনুমান জানানো হয়েছে। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করলেই পরবর্তী পর্যায়ে বাংলায় কবে বর্ষা ঢুকবে জানিয়ে দেবে আবহাওয়া দপ্তর।