উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আজ ও কাল। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং দিনাজপুর এই জেলাগুলিতে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। (তথ্য - বিশ্বজিৎ সাহা)
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনও জেলাতে আপাতত নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে এবং অংশত মেঘলা আকাশ থাকবে আর তার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি, বৃষ্টি না হলে বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনও জেলাতে আপাতত নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে এবং অংশত মেঘলা আকাশ থাকবে আর তার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি, বৃষ্টি না হলে বাড়তে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা দু-তিনদিনে নেই। কলকাতার আকাশ অংশত মেঘলা থাকলেও সে ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একটানা বৃষ্টি সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
মৌসুমী বায়ু উত্তরপ্রদেশ পেরিয়ে হিমাচল প্রদেশে ঢুকে পড়েছে। মৌসুমী অক্ষরেখা দিশা রাতপৌলাম, শিবপুরি রেওয়া, মির্জাপুর, অযোধ্যা, হরিদ্বার ও উন্নাও হয়ে ধর্মশালা পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি বিহারের সম্পূর্ণ অংশ উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশের আরও কিছু অংশে ঢুকে পড়বে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ ১ জুলাই এর মধ্যে মৌসুমী অক্ষরেখার ঢুকে পড়বে দেশের রাজধানী দিল্লি-সহ পাঞ্জাব হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে।