দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। গভীর নিম্নচাপ হয়ে তা উত্তর দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপে। মধ্য বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় শক্তিশালী হয়ে কোন দিকে এগোয় সেদিকেই নজর রাখছে ভারতের মৌসম ভবন।
রবিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ। সমস্ত রকম ভেসেল চলাচল ও সমুদ্রপাড়ের অ্যাক্টিভিটি বন্ধ রাখতে নির্দেশ। ভারী থেকে অতি ভারী এমনকি প্রবল বৃষ্টির সম্ভাবনা দ্বীপপুঞ্জে। ৬০ কিলোমিটার থেকে শুরু করে ৯০ এবং কোথাও কোথাও ১০০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।