সব জায়গাতেই কড়া নিরাপত্তা। নজরদারি থেকে নাকা চেকিং, পেট্রোলিং...বর্ষবরণের কলকাতায় নিরাপত্তার বজ্র আটুনি। আড়াই থেকে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন। পার্কস্ট্রিট ও লাগোয়া এলাকায় বিশেষ নজরদারি। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। সিসিটিভিতেও চলবে নজরদারি। লালবাজার থেকে তা মনিটর করবেন পুলিশ কর্তারা। নাইট ক্লাব, বার, পাব ও বিভিন্ন রেস্তোরাঁয় চলবে নজরদারি। উর্দিধারীদের পাশাপাশি মোতায়েন সাদা পোশাকের পুলিশও। Representational Image