উত্তর কলকাতার এক বিখ্যাত জায়গার নাম হাতিবাগান৷ হাতি পাওয়া না গেলেও এখানে মিলবে মনপসন্দ সবকিছুই৷ পুজো বা পয়লা বৈশাখের সময়ে তো ভিড় উপচে পড়বে৷ সিরাজদৌল্লা যখন কলকাতা আক্রমণ করেন তখন এই এলাকার এক বাগানে হাতিগুলি রাখার ব্যবস্থা করা হয়েছিল৷ সেই থেকেই এমন নাম৷