*মেগা ব্লকের জন্য শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে পরদিন অর্থাৎ রবিবার সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত, ১০ ঘণ্টা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য বড় খবর। ফাইল ছবি।
2/ 12
*আজ শনিবার রাতে শিয়ালদহ থেকে একটি করে নৈহাটি, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল বাতিল। ফাইল ছবি।
3/ 12
*আগামিকাল রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল বাতিল। এ ছাড়াও বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের মধ্যে দু'জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। ফাইল ছবি।
4/ 12
*দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর ও গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন এবং একটি কৃষ্ণনগর লোকাল বন্ধ থাকবে। ফাইল ছবি।
5/ 12
*শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা গৌড়, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে শিয়ালদহ অভিমুখে রওনা হবে। ফাইল ছবি।
*০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল, হলদিবাড়ি থেকে ১৮.১৫ ঘণ্টার পরিবর্তে ২১.১৫ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে। ফাইল ছবি।
9/ 12
*১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ট্রেনটির নিউ আলিপুরদুয়ার থেকে প্রস্থানের সময় ১৭.৪০ ঘণ্টার পরিবর্তে ১৯.৪০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে। ফাইল ছবি।
10/ 12
*০৫৪২২ বালুরঘাট-মালদহ টাউন স্পেশ্যাল ট্রেন বালুরঘাট থেকে প্রস্থানের সময় ১৮.৩০ ঘণ্টার পরিবর্তে ২২.৩০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে। ফাইল ছবি।
11/ 12
*আজমের- শিয়ালদহ এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে চলাচল করবে। এই দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের ক্ষেত্রে চলাচলের স্টেশন বদল করে করা হচ্ছে কলকাতা স্টেশন। ফাইল ছবি।
12/ 12
*রেলের তরফ হয়রানি এড়াতে যাত্রীদের পরিবর্তিত এই সূচি অনুযায়ী সফরের জন্য আবেদন জানানো হয়েছে। ফাইল ছবি।
Sealdah Station Close| Train Cancel|| বড় খবর! আজ রাত থেকে বন্ধ শিয়ালহ স্টেশন, ১০ ঘণ্টা বাতিল লোকাল-দূরপাল্লার সব ট্রেন
*মেগা ব্লকের জন্য শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে পরদিন অর্থাৎ রবিবার সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত, ১০ ঘণ্টা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য বড় খবর। ফাইল ছবি।
Sealdah Station Close| Train Cancel|| বড় খবর! আজ রাত থেকে বন্ধ শিয়ালহ স্টেশন, ১০ ঘণ্টা বাতিল লোকাল-দূরপাল্লার সব ট্রেন
*আগামিকাল রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল বাতিল। এ ছাড়াও বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের মধ্যে দু'জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। ফাইল ছবি।
Sealdah Station Close| Train Cancel|| বড় খবর! আজ রাত থেকে বন্ধ শিয়ালহ স্টেশন, ১০ ঘণ্টা বাতিল লোকাল-দূরপাল্লার সব ট্রেন
*শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা গৌড়, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে শিয়ালদহ অভিমুখে রওনা হবে। ফাইল ছবি।
Sealdah Station Close| Train Cancel|| বড় খবর! আজ রাত থেকে বন্ধ শিয়ালহ স্টেশন, ১০ ঘণ্টা বাতিল লোকাল-দূরপাল্লার সব ট্রেন
*আজমের- শিয়ালদহ এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে চলাচল করবে। এই দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের ক্ষেত্রে চলাচলের স্টেশন বদল করে করা হচ্ছে কলকাতা স্টেশন। ফাইল ছবি।