

▪️তীব্র শক্তি নিয়ে রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণীঝড় আমফান৷ করোনা চোখরাঙানির মধ্যেই আমফান আতঙ্ক৷ অত্যন্ত সতর্ক প্রশাসন৷ ঝড়ের আগে ও সময় কী করবেন কী করবেন না, সেই নির্দেশিকা পেশ করা হয়েছে৷


▪️ঝড়ের আগে নিজের ও পরিবারের সকলের ফোন ফুল চার্জ করে রাখুন৷ যাতে ঝড়ের সময় বিদ্যুত পরিষেবা না থাকলেও যোগাযোগ করার জন্য ফোনের ব্যবহার করতে পারবেন৷


▪️নিজের ও পরিবারের গুরুত্বপূর্ণ নথি ওয়াটারপ্রুফ প্যাকেটের মধ্যে রেখে দিন৷ ফলে ঝড়-জলে সেই সব নথি সুরক্ষিত থাকবে৷


▪️একই রকম ভাবে কিছু শুকনো খাবার, ওষুধ, জল ও জামা কাপড় আলাধা করে বেঁধে রাখুন৷ আতপকালিন পরিস্থিতিতে বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আসতে হলে কাজে লাগবে৷ কারণ তাৎক্ষণিক এই ধরণের জোগাড় করা মুশকিল হবে৷


▪️একই রকমভাবে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে৷ এবং নিজেদের নৌকাও সমুদ্রের থেকে দূরে সুরক্ষিত জায়গার রাখার কথা বলা হয়েছে৷


▪️এবার আসা যাক ঝড়ের সময় কীভাবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে হতে সে ব্যাপারে৷ বাড়ির মেন ইলেক্ট্রিক সংযোগ বন্ধ করতে হবে৷ একইভাবে গ্যাস কানেকশনও খুলে রাখতে হবে৷


▪️কাঁচা বাড়ি বা ক্ষতিগ্রস্থ পাকা বাড়িতে থাকবেন না৷ ঝড়ের সময় তা ভেঙে পড়ার আশঙ্কা থাকে৷ যদি মনে হয় যে বাড়িতে থাকছেন তা সুরক্ষিত নয়, তাহলে নিকটবর্তী সাইক্লোন শেল্টার বা কাছাকাছি কোনও সুরক্ষিত পাকা বাড়িতে আশ্রয় নিন৷ অন্তত ঝড়ের সময়৷


▪️ঝড়ের সময় যদি কোনওভাবে বাড়ির বাইরে থাকেন, তাহলে ছেড়া ইলেক্টিক পোল, তার, বা ধারাল জিনিসের থেকে দূরে থাকুন৷ চেষ্টা করুন কোনও আশ্রয়স্থল খুঁজতে৷ এছাড়া যেভাবে করোনার জন্য মাস্ক, গ্লাভস পরা হচ্ছে, সেই সব পরে থাকুন৷ বারবার সাবান দিয়ে হাত ধুন৷


▪️আয়লার স্মৃতি উস্কে রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণীঝড় আমফান৷ প্রবল শক্তি সঞ্চয় করে আমফান এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে । আমফান মোকাবিলায় সবরকম ভাবে প্রস্তুতি নিয়েছে রাজ্য৷ সাধারণ মানুষের উদ্দেশ্যেও সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে সরকার৷ সেখানেই জানানো হয়েছে ঝড়ের আগে ও ঝড় চলাকালিন কী কী নিয়ম মেনে চলতে হবে৷