বেলা দশটার পর থেকে মুখ চোখ উন্মুক্ত করে রাস্তায় বেরোনো দায়। শরীরে অনুভূত হচ্ছে প্রচন্ড উত্তাপ। যেন গরম চুল্লির মধ্যে প্রবেশ করেছে সমগ্র জেলা। চোখে কালো চশমা এবং মুখ চোখ ঢেকে বেরোনোর উপদেশ বিশেষজ্ঞের। বায়ুতে কমে গেছে আর্দ্রতার পরিমাণ, একটু একটু করে নামতে নামতে এদিন ২৯ শতাংশ সূচক।