দীর্ঘ অপেক্ষার পর অবশেষে একসপ্তাহ দেরিতে ভারতে এল বর্ষা ৷ শনিবার বর্ষা প্রবেশ করেছে কেরলে ৷ একইসঙ্গে এরাজ্যেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷
2/ 7
আগামী ২৪ ঘণ্টায় প্রধানত মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দু-এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
3/ 7
বৃষ্টি হলেও গরম করার সম্ভাবনা কম ৷ বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতার শতাংশ থাকবে বেশি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
4/ 7
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ দার্জিলিং সহ পাঁচ জেলায় আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি চলবে। সিকিম আসাম সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷
5/ 7
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২। স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম । আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ থেকে ৯৪ শতাংশ ।
6/ 7
তবে কেরলে বর্ষা ঢুকলেও রাজ্যে এখনই বর্ষা নয়, জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণাবর্ত। রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিস্তৃত নিম্নচাপ-অক্ষরেখা। মৌসুমী বায়ু এগিয়ে আসায় সাগর থেকে ঢুকছে জলীয়বাষ্প।
7/ 7
আগামী ৪৮ ঘন্টায় আরব সাগরের কেরল-কর্নাটক উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর জেরে কেরলে ঢোকার পর ফের গতি হারাতে পারে মৌসুমী বায়ু। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে দেরী হবার সম্ভাবনা।