আগামী ২-৩ ঘণ্টায় ধেয়ে আসছে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া ধেয়ে আসছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই কলকাতার কিছু অংশে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজ সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। গতকাল বৃষ্টি হয় রাতে তাপমাত্রা কমেছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজ বেলা বাড়তেই জারি চরম অস্বস্তি৷ উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জেরে নাজেহাল শহরবাসী৷ অবশেষে বৃষ্টি শুরু হওয়াতে খানিক স্বস্তি মিলছে।
4/ 5
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস,স্বাভাবিক।
5/ 5
দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নদিয়া ,মুর্শিদাবাদ , বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে।