

গত দু’দিন প্রায় সারাদিন ধরেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে ৷ পুজোর আগে এই একটানা বৃষ্টিতে মোটেই স্বস্তিতে নেই পুজো উদ্যোক্তারা ৷ Representational Image


আজও ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ গাঙ্গেয় পঃবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রাজ্যজুড়ে ৷ রবিবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ Representational Image


শনিবার মহালয়ার দিনও আকাশ মেঘলা থাকবে ৷ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ৷ Representational Image


কোচবিহার,আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়বে ৷ বৃষ্টি বাড়বে দুই মেদিনীপুর,দক্ষিণ ২৪ পরগনায় ৷ রাজ্যে সক্রিয় মৌসুমি বায়ু ৷ তারই জেরে রাজ্যজুড়ে বৃষ্টি হবে ৷ আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ৷


এদিকে বৃষ্টির জেরে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজেও ব্যাঘাত ঘটেছে ৷ অনেক বড় বড় পুজো উদ্যোক্তাদের কাজও থমকে রয়েছে ৷ Representational Image