• ক্যালেন্ডারে এখনও অক্টোবর। এর মধ্যেই শীতের আমেজ। বাজারে হাজির নতুন আলু, পালং শাক, শিম, পিঁয়াজকলি। কিন্তু শীতের সবজি কিনতে গিয়ে পকেটে টান। শীত সেভাবে পড়েনি। ফলে শীতের সবজির জোগানও কিছুটা কম। জোগান বাড়লেই দাম কমবে বলে দাবি বিক্রেতাদের। নিজস্ব চিত্র ৷