বাজার দর আগুন৷ তাই কলকাতা এবং শহরতলির বাজারে বাজারে চালু হয়েছে সুফল বাংলা স্টল৷ বাজার দর থেকে অনেকটা কমে এই স্টলগুলি থেকে শাক-সব্জি, ফল মিলবে বলে দাবি রাজ্য সরকারের৷ এক নজরে দেখে নেওয়া যাক সুফল বাংলা স্টলে কোন সব্জি বা ফল কী দামে বিক্রি হচ্ছে৷ তথ্য ও ছবি- বিশ্বজিৎ সাহা
2/ 8
সুফল বাংলা স্টলে বিনস বিক্রি হচ্ছে ৫৯ টাকা কেজি হিসেবে৷ থোরের দাম সাত টাকা পিস, উচ্ছে ৪৮টাকা কেজি, বেগুন ৬৫ টাকা কেজি, বাঁধাকপি ১৬ টাকা কেজি, ফুলকপি-১৮ টাকা ও ২২ টাকা পিস, ক্যাপসিকাম ৪৮ টাকা কেজি৷
3/ 8
গাজর বিক্রি হচ্ছে ৩৮ টাকা ও ২৫ টাকা কেজি দরে, ধনে পাতার দাম ৯০ টাকা কেজি, সজনে ডাটা ৭৫ টাকা কেজি৷ শসা বিক্রি হচ্ছে ৪৯ টাকা েকজিতে৷
4/ 8
সরকারি এই স্টলে রসুন ৯০ টাকা কেজি, আদা ৭০ টাকা কেজি, লঙ্কা ৭৫ টাকা কেজি, পেঁয়াজ ২২ টাকা ও ১৫ টাকা, আলু (চন্দ্রমুখী) ২৩ টাকা কেজি, আলু (নতুন) ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷
5/ 8
খোলা বাজারে পাতি লেবু বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা পিস দরে৷ সেখানে সুফল বাংলা স্টলে ৫ টাকা ৫০ পয়সা দরে মিলছে একটি পাতি লেবু৷