বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয় বারের জন্য জয় হাসিল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ২১ জুলাইয়ের অনুষ্ঠান এবারও ভার্চুয়াল মাধ্যমেই হতে চলেছে। কারণ করোনা পরিস্থিতি। কিন্তু তৃণমূল সূত্রে খবর, অনলাইন হলেও এবারের ২১ জুলাই-এর তাৎপর্যই আলাদা। কারণ এখন থেকেই ২০২৪ সালের জন্য সলতে পাকাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই দেশের একাধিক রাজ্যে ঘটা করে দেখানো হবে ২১ জুলাইয়ের মমতার ভাষণ।
দিল্লি, উত্তর প্রদেশ, ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সরাসরি দেখানোর ব্যবস্থা করা হচ্ছে৷ ইতিমধ্যেই তামিলনাড়ুতে মমতার সমর্থনে দেওয়াল লিখন চোখে পড়েছে৷ ফলে দলের সংগঠনকে অন্য রাজ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তৃণমূল নেতৃত্ব যে এবার রীতিমতো কোমর বেঁধে নেমেছে, তা স্পষ্ট৷ আর তা শুরু হতে চলেছে ২১ জুলাইকে ঘিরেই।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ২১ জুলাই বেলা ২টায় ভার্চুয়াল জনসভায় যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বাড়ি থেকেই অথবা কোনও মঞ্চ থেকে অনলাইনে লাইভ ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে দলনেত্রীর সেই ভাষণ প্রচার করা হবে।