এর পাশাপাশি, হেফাজতে থাকা হেভিওয়েট অভিযুক্তের খাবারের বন্দোবস্ত করতে গিয়েও সমস্যায় পড়ছেন ইডি কর্তারা৷ ইডি হেফাজতে থাকার পরে একদিনই পার্থকে ভাত, ডাল এবং পাঁচমেশালি তরকারি দেওয়া হয়েছে৷ বাকি সময় তাঁর স্বাস্থ্যের কথা ভেবে পার্থকে দেওয়া হচ্ছে রুটি, ডাল এবং যে কোনও একটি তরকারি৷