Home » Photo » kolkata » মহাষ্টমীর সকালেই স্বস্তির বার্তা! ক্রমেই সরে যাচ্ছে নিম্নচাপ, পুজোর বাকি দিন থাকবে এক্কেবারে রোদ ঝলমলে

মহাষ্টমীর সকালেই স্বস্তির বার্তা! ক্রমেই সরে যাচ্ছে নিম্নচাপ, পুজোর বাকি দিন থাকবে এক্কেবারে রোদ ঝলমলে

যে নিম্নচাপটি নিয়ে পুজোয় বৃষ্টির ভয় ছিল তা স্থলভাগে এসে শক্তি হারিয়েছে। ফলে ভয়ের কোনও কারণ নেই। তার জেরেই সপ্তমীর সন্ধ্যা থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে। আজ দুপুরের পর থেকে আকাশ আরও পরিষ্কার হয়ে যাবে।