

বৃষ্টিতে ভাসছে মহালয়া, শেষ মুহূর্তের মার্কেটিংও কি ভাসবে বৃষ্টিতে? রাজ্যবাসীর মনে এখন একটাই প্রশ্ন ৷ আগামী তিন দিন রাজ্যের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।


উত্তরের মালদা ও দুই দিনাজপুর এবং দক্ষিণে মুর্শিদাবাদ বীরভূম। আগামী ৭২ ঘন্টা এই সর্তকতা জারি।আগামীকাল মালদা ও দুই দিনাজপুরে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা ৷


আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ রাজ্যের আরও বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ ৷ Representational Image


উত্তরের দার্জিলিং সহ উপরের পাঁচ জেলা এবং দক্ষিণে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, নদীয়া, উত্তর ২৪ পরগণাও ভাসতে চলেছে বৃষ্টিতে।মালদহ, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ ও বীরভূমে সোমবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা।


উত্তর-পূর্ব বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরীর সম্ভাবনা। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ৷ সেই ঘূর্ণাবর্ত থেকেই নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এই নিম্নচাপ অক্ষরেখা।


এছাড়াও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।শনিবার ও রবিবার মৎস্যজীবীদের বাংলাদেশ ও মায়ানমারের দিকে অর্থাৎ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে যেতে নিষেধ করা হয়েছে ।Representational Image