হোম » ছবি » কলকাতা » নিউটাউনে ‘৯৯৯’ টাকায় ফ্ল্যাট! চাকুরিজীবীদের জন‍্য সুবর্ন সুযোগ

Newtown Flats: নিউটাউনে ‘৯৯৯’ টাকায় ফ্ল্যাট! চাকুরিজীবীদের জন‍্য সুবর্ন সুযোগ

  • 17

    Newtown Flats: নিউটাউনে ‘৯৯৯’ টাকায় ফ্ল্যাট! চাকুরিজীবীদের জন‍্য সুবর্ন সুযোগ

    শহর এবং শহরতলির কর্মরতদের জন্য এবার দারুণ উদ্যোগ হিডকোর (HIDCO)। রাজারহাট (Rajarhat), নিউটাউন(Newtown) এলাকার আইটি হাবে কলকাতা এবং কলকাতার বাইরে থেকে লোকজন চাকরি করতে আসে এখানে। এবার তাঁদের জন‍্য সুবর্ন সুযোগ আনছে হিডকো (HIDCO)।

    MORE
    GALLERIES

  • 27

    Newtown Flats: নিউটাউনে ‘৯৯৯’ টাকায় ফ্ল্যাট! চাকুরিজীবীদের জন‍্য সুবর্ন সুযোগ

    বেসরকারি সংস্থাগুলিতে অনেক সময়ই অনিয়মিত শিফট থাকে। সেইসময় বাড়ি ফিরতে সমস‍্যার সম্মুখীন হতে হয়। সে ক্ষেত্রে অফিস চত্বরেই তাঁদের থাকার জন্য বিশেষ বন্দোবস্ত। ভাড়ায় মিলবে 'স্মার্ট কানেক্ট' ফ্ল্যাট।

    MORE
    GALLERIES

  • 37

    Newtown Flats: নিউটাউনে ‘৯৯৯’ টাকায় ফ্ল্যাট! চাকুরিজীবীদের জন‍্য সুবর্ন সুযোগ

    নিউটাউন এলাকায় স্মার্ট কানেক্ট ফ্ল্যাট তৈরি করা হচ্ছে হিডকোর পক্ষ থেকে। ৫৩ হাজার স্কোয়্যার ফিটের উপর ২ একর এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে এই প্রজেক্ট। যেখানে খুব সহজে মিলবে ফ্ল্যাট ভাড়া।

    MORE
    GALLERIES

  • 47

    Newtown Flats: নিউটাউনে ‘৯৯৯’ টাকায় ফ্ল্যাট! চাকুরিজীবীদের জন‍্য সুবর্ন সুযোগ

    বেশি রাত বা যে কোনও প্রয়োজনে নিউটাউনে থাকার জন্য পাওয়া যাবে এই কো-লিভিং এবং কো-ওয়ার্কিং ফ্ল্যাট। চাকুরিজীবীরা দিন পিছু ভাড়া নিতে পারবেন। প্রতি মাসেও ভাড়া নেওয়ার সুযোগ থাকবে এই কো-লিভিং ফ্ল্যাটগুলিতে।

    MORE
    GALLERIES

  • 57

    Newtown Flats: নিউটাউনে ‘৯৯৯’ টাকায় ফ্ল্যাট! চাকুরিজীবীদের জন‍্য সুবর্ন সুযোগ

    সূত্রের খবর, নিউটাউনের স্মার্ট কানেক্ট প্রজেক্টে (Newtown Smart Connect Project) রয়েছে দু'টি হাউজিং ব্লক। যার মধ্যে একটি কো-ওয়ার্কিং। এই ব্লকে রয়েছে ৩৩০টি ওয়ার্ক স্টেশন। রয়েছে পার্কিং এরিয়া। যেখানে একসঙ্গে মোট ১০০টি গাড়ি পার্ক করা যাবে।

    MORE
    GALLERIES

  • 67

    Newtown Flats: নিউটাউনে ‘৯৯৯’ টাকায় ফ্ল্যাট! চাকুরিজীবীদের জন‍্য সুবর্ন সুযোগ

    তিন হাজার স্কোয়্যার ফিটের এই কো-ওয়ার্কিং স্টেশনে রয়েছে ব্যাঙ্কোয়েট হল। সেখানে মিটিং, কনফারেন্সেরও আয়োজন করা যাবে। রয়েছে একটি ৬০০০ স্কোয়্যার ফিটের ওপেন লন এরিয়াও। এছাড়াও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টি জিম, ওয়েলনেস সেন্টার, ইন্ডোর গেম রুম, লাইব্রেরি, ৫২ আসনের ক্যাফেটেরিয়া। ২৪ ঘণ্টার জন্যেই রুমে মিলবে ডাইনিং এবং লন্ড্রি পরিষেবা।

    MORE
    GALLERIES

  • 77

    Newtown Flats: নিউটাউনে ‘৯৯৯’ টাকায় ফ্ল্যাট! চাকুরিজীবীদের জন‍্য সুবর্ন সুযোগ

    দুপুর ১২টা থেকে পরেরদিন সকাল ১১টা পর্যন্ত ভাড়া নেওয়া যাবে এই কো-লিভিং ফ্ল্যাট। দিন পিছু খরচ পড়বে ৯৯৯ টাকা। এই টাকার সঙ্গে জিএসটি যুক্ত হবে। প্রত্যেকটি ফ্ল্যাট মিলবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এক মাসের জন্য কো-লিভিং ফ্ল্যাট ভাড়া নেওয়া যাবে, যার খরচ পরবে ১৪ হাজার ৯৯৯ টাকা। জিএসটি অতিরিক্ত।

    MORE
    GALLERIES