তিন হাজার স্কোয়্যার ফিটের এই কো-ওয়ার্কিং স্টেশনে রয়েছে ব্যাঙ্কোয়েট হল। সেখানে মিটিং, কনফারেন্সেরও আয়োজন করা যাবে। রয়েছে একটি ৬০০০ স্কোয়্যার ফিটের ওপেন লন এরিয়াও। এছাড়াও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টি জিম, ওয়েলনেস সেন্টার, ইন্ডোর গেম রুম, লাইব্রেরি, ৫২ আসনের ক্যাফেটেরিয়া। ২৪ ঘণ্টার জন্যেই রুমে মিলবে ডাইনিং এবং লন্ড্রি পরিষেবা।