তৃতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু হয়েছে ৷ কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যত্র এবং বিদেশের বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে চোখ টানলেন যে বঙ্গ তনয়রা, তাঁদের ছবি দেওয়া হল News18Bangla.com-র পেজে ৷ তাই আর দেরি নয়, আপনিও সেজে উঠুন পুজোর সাজে ৷ পোশাকে থাকুক বাঙালিয়ানার ছোঁয়া ৷