মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে হাসি ফুটতে চলেছে কলেজের পার্ট টাইম অধ্যাপকদের মুখে ৷ স্কুলের পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির দাবির মধ্যেই বেতন কাঠামো পরিবর্তিত হল কলেজের আংশিক সময়ের অধ্যাপকদের ৷ ৬০ বছর পর্যন্ত চাকরির সুরক্ষার আশ্বাসের সঙ্গে সঙ্গে ইউজিসির নিয়মমাফিক যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে জানালেন প্রতি বছর নিয়মমতো ইনক্রিমেন্টও পাবেন আংশিক সময়ের অধ্যাপকরা ৷
যোগ্যতা ও কাজ একই হলেও কলেজের নিয়মিত অধ্যাপকদের মতো সমান সম্মান পান না আংশিক সময়ের অধ্যাপকরা ৷ সেই অভিযোগের সুরাহাতেই এদিন আংশিক সময়ের অধ্যাপকদের সম্মান জানাতে পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, ‘এখন থেকে পার্ট টাইম, কনট্রাক্টচুয়াল হোল টাইম, গেস্ট লেকচারার, এদের সবাইকে স্টেট এডেড কলেজ টিচার করা হবে।’
একইসঙ্গে ‘স্টেট এডেড কলেজ টিচার’-দের গ্র্যাচুইটির পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, এটা এক লাখ টাকা থেকে বেড়ে তিন লাখ টাকা করা হচ্ছে ৷ এছাড়া প্রতি তিন বছর অন্তর পাঁচ শতাংশ হারে আংশিক সময়ের কলেজ অধ্যাপকদের যে বেতনবৃদ্ধি হত তার বদলে এবার প্রত্যক বছর বেতন বৃদ্ধি করা হবে ৷ প্রতি বছর তিন শতাংশ হারে বেতন বাড়বে। খুব শীঘ্রই এইনিয়ে বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের তরফে জারি করা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।