হোম » ছবি » কলকাতা » মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্ত, ৬০ বছর পর্যন্ত সুরক্ষিত চাকরি, একলাফে বাড়ল বেতন

পার্ট টাইম অধ্যাপকদের নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্ত, ৬০ বছর পর্যন্ত সুরক্ষিত চাকরি, একলাফে বাড়ল বেতন

  • Bangla Editor

  • 16

    পার্ট টাইম অধ্যাপকদের নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্ত, ৬০ বছর পর্যন্ত সুরক্ষিত চাকরি, একলাফে বাড়ল বেতন

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে হাসি ফুটতে চলেছে কলেজের পার্ট টাইম অধ্যাপকদের মুখে ৷ স্কুলের পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির দাবির মধ্যেই বেতন কাঠামো পরিবর্তিত হল কলেজের আংশিক সময়ের অধ্যাপকদের ৷ ৬০ বছর পর্যন্ত চাকরির সুরক্ষার আশ্বাসের সঙ্গে সঙ্গে ইউজিসির নিয়মমাফিক যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে জানালেন প্রতি বছর নিয়মমতো ইনক্রিমেন্টও পাবেন আংশিক সময়ের অধ্যাপকরা ৷

    MORE
    GALLERIES

  • 26

    পার্ট টাইম অধ্যাপকদের নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্ত, ৬০ বছর পর্যন্ত সুরক্ষিত চাকরি, একলাফে বাড়ল বেতন

    যোগ্যতা ও কাজ একই হলেও কলেজের নিয়মিত অধ্যাপকদের মতো সমান সম্মান পান না আংশিক সময়ের অধ্যাপকরা ৷ সেই অভিযোগের সুরাহাতেই এদিন আংশিক সময়ের অধ্যাপকদের সম্মান জানাতে পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, ‘এখন থেকে পার্ট টাইম, কনট্রাক্টচুয়াল হোল টাইম, গেস্ট লেকচারার, এদের সবাইকে স্টেট এডেড কলেজ টিচার করা হবে।’

    MORE
    GALLERIES

  • 36

    পার্ট টাইম অধ্যাপকদের নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্ত, ৬০ বছর পর্যন্ত সুরক্ষিত চাকরি, একলাফে বাড়ল বেতন

    এই নতুন নামকরণের ফলে সব ধরনের সুবিধা পাবেন পার্ট টাইম অধ্যাপকরা ৷ ইউজিসি নিয়মেই বেতন পাবেন তারা ৷ মুখ্যমন্ত্রীর দাবি, এই সিদ্ধান্তের ফলে আংশিক সময়ের কলেজ অধ্যাপকদের সবধরনের সুবিধার সঙ্গে ব্যাঙ্কে ঋণ পেতেও আগের থেকে অনেক সহজ হবে ৷

    MORE
    GALLERIES

  • 46

    পার্ট টাইম অধ্যাপকদের নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্ত, ৬০ বছর পর্যন্ত সুরক্ষিত চাকরি, একলাফে বাড়ল বেতন

    UGC নিয়ম অনুযায়ী যাদের যোগ্যতা রয়েছে তারা ১০ বছর কাজ করলে ৩০ হাজার, ১০ বছরের কম কাজ করলে ২৬ হাজার টাকা করে বেতন পাবেন ৷

    MORE
    GALLERIES

  • 56

    পার্ট টাইম অধ্যাপকদের নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্ত, ৬০ বছর পর্যন্ত সুরক্ষিত চাকরি, একলাফে বাড়ল বেতন

    অনেকের ইউজিসি নিয়মানুযায়ী যোগ্যতা নেই ৷ সেক্ষেত্রে আংশিক সময়ের অধ্যাপক হিসেবে তারা ১০ বছর কাজ করলে ২০ হাজার টাকা ও বাকিরা মাসে ১৫ হাজার টাকা করে পাবেন। উল্লেখিত টাকার থেকে বেশি বেতন পান যে অধ্যাপকেরা তাদের পে-প্রোটেকশন দেওয়া হবে ৷

    MORE
    GALLERIES

  • 66

    পার্ট টাইম অধ্যাপকদের নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্ত, ৬০ বছর পর্যন্ত সুরক্ষিত চাকরি, একলাফে বাড়ল বেতন


    একইসঙ্গে ‘স্টেট এডেড কলেজ টিচার’-দের গ্র্যাচুইটির পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, এটা এক লাখ টাকা থেকে বেড়ে তিন লাখ টাকা করা হচ্ছে ৷ এছাড়া প্রতি তিন বছর অন্তর পাঁচ শতাংশ হারে আংশিক সময়ের কলেজ অধ্যাপকদের যে বেতনবৃদ্ধি হত তার বদলে এবার প্রত্যক বছর বেতন বৃদ্ধি করা হবে ৷ প্রতি বছর তিন শতাংশ হারে বেতন বাড়বে। খুব শীঘ্রই এইনিয়ে বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের তরফে জারি করা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

    MORE
    GALLERIES