

•দীর্ঘ তিন বছর ধরে ১৯ হাজার ২৯৩ কোটি অর্থের বিনিময়ে একেবারে দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এই উচ্চমানের ও অত্যাধুনিক রণতরী৷ আজ, সোমবার, তার উদ্বোধনী অনুষ্ঠানে এলেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত৷


•দেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পথে এক কদম এগিয়ে দিলো গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড৷ সোমবার হিমগিরি নামে নতুন রণতরী প্রকাশ্যে আনা হল৷ আর কিছুদিনের মধ্যে সরকারিভাবে এই রণতরী কমিশন করা হবে নৌবাহিনীর সঙ্গে৷ সোমবার প্রজেক্ট ১৭ আলফা নীলগিরি ক্লাসের রণতরী বা ফ্রিগেট হিমগিরির উদ্বোধন করা হল৷


•দেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পথে এক কদম এগিয়ে দিলো গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড৷ সোমবার হিমগিরি নামে নতুন রণতরী প্রকাশ্যে আনা হল৷ আর কিছুদিনের মধ্যে সরকারিভাবে এই রণতরী কমিশন করা হবে নৌবাহিনীর সঙ্গে৷ সোমবার প্রজেক্ট ১৭ আলফা নীলগিরি ক্লাসের রণতরী বা ফ্রিগেট হিমগিরির উদ্বোধন করা হল৷


•দেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পথে এক কদম এগিয়ে দিলো গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড৷ সোমবার হিমগিরি নামে নতুন রণতরী প্রকাশ্যে আনা হল৷ আর কিছুদিনের মধ্যে সরকারিভাবে এই রণতরী কমিশন করা হবে নৌবাহিনীর সঙ্গে৷ সোমবার প্রজেক্ট ১৭ আলফা নীলগিরি ক্লাসের রণতরী বা ফ্রিগেট হিমগিরির উদ্বোধন করা হল৷


•ভারতে এই মুহূর্তে ১৩ ফ্রিগেটস আছে৷ এদিনের নতুন ফ্রিগেটস যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ১৪ টিতে... তিনটি ক্লাস এর ফ্রিগেটস হয়৷ এক শিবলিক ক্লাস, দ্বিতীয় তালবার ক্লাস, ও তৃতীয় ব্রহ্মপুত্র ক্লাস৷ নীলগিরি বা প্রজেক্ট 17 Alfa হিমগিরি হল শিবালিক ক্লাস এর রণতরী বা ফ্রিগেটস৷


•কী কী থাকছে এই উচ্চমানের রণতরীতে?গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডতে এই প্রথম আকার আয়তনের দিক থেকে এতো বড় রণতরী তৈরি করল৷ প্রজেক্ট 17 আলফা জাহাজ - উন্নততর অত্যাধুনিক গাইডেড মিসাইল রয়েছে৷ এটি ১৩৯ মিটার লম্বা৷ ২৮ নট বেশি গতি৷ অস্ত্র প্ল্যাটফর্মগুলিতে একটি শক্তিশালী অস্ত্র ও সেন্সর প্যাকেজ সজ্জিত রয়েছে৷ এয়ার সারফেস এবং সমুদ্রতল থেকে শত্রুপক্ষের মিসাইল ক্ষেপণাস্ত্রকে ট্রেস করে নষ্ট করতে সক্ষম হবে৷প্রজেক্ট 17 আলফার এই রণতরীতে থ্রি layerd স্টিলথ সিটেম এ তৈরী৷


•ইঞ্জিন- লেন্থ- 138 m, স্পিড 28 নট,শত্রুপক্ষের জাহাজ ও সাবমেরিন এর রাডার ডিটেকশন, জ্যাম করা যায়৷ 1.রণতরীর ইঞ্জিন এর আওয়াজ কম করে৷2. রণতরী চলার সময়ে প্রপেলার চলার জন্য জলে কম্পন কম, যাতে শত্রুপক্ষের জাহাজ ও সাবমেরিন না ধরতে পারে তার জন্য একোস্টিক signature বা ভয়েস কম হবে৷3. থার্মাল signature like heat Subpression সিস্টেম থাকছে৷ ইনফারেড signature কে কম করে দেয়


•৬৬৭০টন মাল বহনে সক্ষম৷ দূর থেকে হিট করার ক্ষমতা থাকছে৷ ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শত্রুপক্ষকে চিহ্নিত করার সেন্সর রয়েছে৷ দূর ও কাছ থেকে হিট করার মিসাইল রয়েছে৷ Anti সাবমেরিন ডিটেকশন সিস্টেম রয়েছে৷ থাকছে টরপেডো টিউব, হেলিপ্যাড৷ সঙ্গে অ্যাডভান্স CODOG প্রোপালশন সিস্টেম৷