

শিশির অধিকারীর বিজেপি-তে যোগ দেওয়া সময়ের অপেক্ষা৷ এমনই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ এ দিন শিশির অধিকারীকে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করার পরই এই মন্তব্য করেন মুকুল রায়৷


মুকুল বলেন, 'একটা পরিবারতান্ত্রিক দল সিদ্ধান্ত নিয়েছে৷ এ নিয়ে আমি কী বলব? আর শিশিরদা তো আমাদের দলে এসেই গিয়েছে৷ ওঁর ছেলে চলে এসেছে৷ শিশিরদার বিজেপি-তে আসা তো সময়ের অপেক্ষা৷'


এ দিনই শিশির অধিকারীকে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করেছে রাজ্য সরকার৷ আসলে শিশির অধিকারীর দুই ছেলে শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী বিজেপি-তে যোগদানের জেরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷


শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগদানের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে চ্যালেঞ্জ করেন, 'তোমার বাড়িতেই তো পদ্ম ফোটাতে পারোনি৷' এর পরেই সৌমেন্দু অধিকারীকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত করা হয়৷ শুভেন্দুর পথে হেঁটে সৌমেন্দুও বিজেপি-তে যোগ দেন৷


অধিকারী পরিবারের দুই সদস্য বিজেপি-তে যাওয়ার পর তাঁদের বিরুদ্ধে আরও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সম্প্রতি দলীয় সভা থেকে তিনি বলেন, শুভেন্দুর পরিবারে আরও উপসর্গহীন বেইমান আছে৷ শিশির এবং দিব্যেন্দু অধিকারীকেই অভিষেক নিশানা করেন বলে মনে করা হচ্ছে৷