• পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব আরব সাগর ও পূর্ব-মধ্য আরবসাগর নিম্নচাপের কারণে উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।